পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আজ থেকে আমার মার্কা নৌকা। বিগত দিনে যে উন্নয়নের বৈষম্য করা হয়েছে, উন্নয়নে পিছিয়ে থাকা কাউখালীকে উন্নয়ন করে পুষিয়ে দিবো।
সোমবার রাতে কাউখালী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে ফুল দিয়ে বরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, সংসদে গিয়ে প্রথমে রাখবো ইমামদের সম্মানি দেওয়ার প্রস্তাব। প্রথম এমপি হিসেবে দিবো কাউখালীকে পৌরসভা করার ডিউলেটার। এই আসনের দীর্ঘদিনের যিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনিও উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। তিনি আমার মুরুব্বি, তার সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।
এ সময় উপস্থিত হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত মহিউদ্দিন মহারাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং এই আসনের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।