সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল পাচ্ছে সাধারণ মানুষ: মহিউদ্দিন মহারাজ

আসাদুজ্জামান সম্রাট: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেছেন, দেড় দশকে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের সুবিধা পাচ্ছে দেশের মানুষ। অবকাঠামো উন্নয়নসহ ডিজিটাল বাংলাদেশের সুবিধা এখন দেশের মানুষ পাচ্ছে।


বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন সংসদে দেয়া রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। এ সময়ে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।


রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় আরো বক্তব্য রাখেন, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, আ ফ ম রুহুল হক, রমেশ চন্দ্র সেন, রফিকুল ইসলাম বীর উত্তম, নাদিরা বেগম প্রমুখ।


মহিউদ্দিন মহারাজ বলেন, তাঁর নির্বাচনী এলাকার সমন্বিত উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কচা নদীতে চরখালি পয়েন্টে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। এছাড়া নেছারাবাদ উপজেলা থেকে টুঙ্গিপাড়া ভায়া নাজিরপুর সড়ক নির্মাণের কাজ শুরু করার দাবি জানান। ইতিমধ্যে এই সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষা কার্যক্রমে ২০ কোটি টাকা খরচ করা হয়েছে। তিনি বলেন, এই সড়ক নির্মাণ করা হলে পর্যটননগরী কুয়াকাটা থেকে বরিশাল বিভাগীয় শহর, নেছারাবাদ ও টুঙ্গিপাড়াকে সংযুক্ত করবে এবং পর্যটন ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন হবে। যা আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


তথ্যসূত্র ঃ আমাদের সময়